গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত

গণ বিশ্বদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকাল ৪ টায় সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নং কক্ষে এ শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও গকসু সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনের সদস্য বৃন্দ সহ বিভিন্ন অনুষের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শপথ শেষে বক্তব্য প্রদানকালে নবনির্বাচিত সহ সভাপতি (ভিপি) মৃদুল দেওয়ান বলেন, আমরা প্রতিশ্রুতির নয়,জবাবদিহিতার রাজনীতি করতে এসেছি।আমরা চাই সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে।
নবনির্বাচিতদের উদ্দেশ্যে একে অপরকে সহযোগিতা করার আহবান জানিয়ে গকসু সভাপতি ও উপাচার্য ড. মো. আবুল হোসেন বলেন, ডা: জাফরুল্লাহ মৃত্যুর আগে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। তার জীবদ্দশায় আমরা নির্বাচন আয়োজন করতে পারিনি। তবে এখন করেছি। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ভোট গ্রহণ হয় গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন। ভোট নেওয়ার ৯ ঘণ্টা পর গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান,জিএস পদে রায়হান খান এবং এজিএস পদে সামিউল হাসান শোভন, দপ্তর সম্পাদক পদে শারমীন আক্তার নির্বাচিত হন।
উল্লেখ্য, নির্বাচনে ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে চার জন, ক্রীড়া সম্পাদক পদে তিন জন, দপ্তর সম্পাদক পদে ছয় জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন, সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চার জন প্রার্থী হয়ে ছিলেন।
What's Your Reaction?






