আশুলিয়ায় বিএনপির 'রাষ্ট্র কাঠামো মেরামত' ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক ব্যাপক লিফলেট বিতরণ করা হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৬নং ওয়ার্ডের বেরুন মানিকগঞ্জ পাড়া, কামরুলের মোড়, কাঁঠাল তলা, চিত্রশাইল, শাপলা বিল্ডিং, হাকিম মার্কেট এবং হাজী ইউনুস আলী স্কুল এলাকায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর আগেও ৩১ দফা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কয়েকবার লিফলেট বিতরণ করা হয়েছিল।
ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ আশুলিয়া থানার সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবরের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। ৬নং ওয়ার্ডের বিভিন্ন বাসা-বাড়ি, দোকান এবং বাজারের আশেপাশে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লোকমান হোসেন, মোঃ ঈমান উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজির উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রিনা আক্তার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের এম কে বুলবুল মাদবর এবং ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মোঃ কামরুল মাদবর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর বলেন, "তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।" তিনি আরও জানান যে, নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। হাজী এম এ কালাম মাদবর প্রতিশ্রুতি দেন, "ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এমপি হলে ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে আপনাদের সকলের কাছে উপহার দেব, ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আগেও আপনাদের পাশে সব সময় ছিলাম, আগামীতেও থাকব ইনশাআল্লাহ।"
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ