খায়রুল বাশার বাহারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 30, 2025 - 18:52
 0  4
খায়রুল বাশার বাহারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতারণার মাধ্যমে গড়ে তোলা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর সম্পদ ক্রোক করেছে। এ বিষয়ে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত পরিচালনা করে আদালতের অনুমোদনে সম্পদ ক্রোকের আদেশ কার্যকর করে।

সিআইডি জানায়, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পড়াশোনার প্রলোভন দেখিয়ে অসংখ্য শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক তদন্তে প্রতারণার প্রমাণ মেলার পর গত ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি নং-০৫ হিসেবে রুজু হয়।

পরবর্তীতে ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তদন্তে উঠে আসে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১২২.৪৫ শতাংশ জমি কিনেছেন, যার আনুমানিক বাজারমূল্য ৪২.৮৫ কোটি টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার মালিকানাধীন এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা বলে দাবি করেছে সিআইডি। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তার নামে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow