ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহাঅষ্টমী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
ফরিদপুর শহরের রথখোলা নন্দালয় পূজা মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তী জানান, অষ্টমী পূজা উপলক্ষে মঙ্গলবার সকালে পুষ্পাঞ্জলি, আরতি ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকালে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। নির্ধারিত সময়ে বিকেল ১টা ২৫ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ পূজা চলবে। সন্ধি পূজার অঞ্জলি শেষে আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
অষ্টমীর অঞ্জলিতে বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থীরা জানান, মহাঅষ্টমীর অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে তারা অসীম শান্তি ও ভক্তির আনন্দ লাভ করেছেন।
What's Your Reaction?






