ভাঙ্গায় কুদ্দুস হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর বারোটার দিকে এলাকাবাসী এই কর্মসূচি পালন করে।
নৃশংস এই হত্যাকাণ্ডের জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে নিহত কুদ্দুস মোল্লার স্ত্রী নাসিমা বেগম ও তার মেজো ছেলে নাজিম মোল্লাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মো. বেলায়েত মিয়া, মো. বজলু মিয়া, আবু তারা মোল্লা, ফিদু মোল্লা, আইয়ুব আলী, ওয়াদুদ শেখ, দুদু মিয়া, বাবুল শেখ, আন্না বেগম, হাসান মোল্লা, রিজু মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, "এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের পর এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
নিহত কুদ্দুস মোল্লার পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সঠিক বিচার না পাওয়া পর্যন্ত শান্ত হবো না।"
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা মক্রমপট্টি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
What's Your Reaction?






