ফরিদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের ছয় দফা দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 8, 2025 - 12:48
 0  2
ফরিদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের ছয় দফা দাবিতে মানববন্ধন

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন অফিস চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুলাইমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক শামীম আজাদ, হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ ও জামাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। কর্মসূচিতে ফরিদপুরের নয়টি উপজেলার স্বাস্থ্য সহকারী বৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বেতন বৈষম্য ও গ্রেড সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার নিরসনের দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। বক্তারা বলেন, ছয় দফা দাবির মধ্যে রয়েছে— ১. নিয়োগ বিধি সংশোধন, ২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমান সংযুক্ত করা, ৩. স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড এবং আইদের ১২তম গ্রেড প্রদান, ৪. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ৫. টেকনিক্যাল মর্যাদা প্রদান এবং ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।

তারা আরও জানান, আগামী ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হবে। এছাড়াও দাবি বাস্তবায়ন না হলে শাটডাউন কর্মসূচির মতো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা। মানববন্ধন থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow