মাদকবিরোধী অভিযানে আলফাডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী আটক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 21, 2025 - 13:41
Aug 21, 2025 - 15:43
 0  7
মাদকবিরোধী অভিযানে আলফাডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী আটক

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়— এই নীতিতেই চলছে ফরিদপুরের আলফাডাঙ্গার প্রশাসন। বুধবার (২০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর আর কোনো দীর্ঘসূত্রিতা নয়, সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হলো তাৎক্ষণিক সাজা। একজনকে ছয় মাস এবং অন্যজনকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের এই দ্রুত ও কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আটককৃতরা হলেন উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের টিটোল মল্লিক (৩৭) এবং কঠুরাকান্দি গ্রামের মেহেদী হাসান (২৬)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান। আটককৃতরা আদালতে নিজেদের দোষ স্বীকার করলে তিনি তাৎক্ষণিক রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, টিটোল মল্লিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাভোগ করতে হবে। অন্যদিকে, মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড হিসেবে গণ্য হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান নিয়মিত চলবে এবং কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।"

প্রশাসনের এই ঝটিকা অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত সমাজ গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রশংসা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow