দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 8, 2025 - 12:54
 0  4
দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

আশুলিয়ার দারুল ইহসান ট্রাস্টের সব সম্পত্তি ও ক্যাম্পাস বৈধ কমিটির কাছে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের হাতে ট্রাস্টটি জিম্মি হয়ে আছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসা ভবনের মূল ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈধ দাবীকৃত ট্রাস্টি সদস্যরা জানান, আদালতের রায়ে ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড বৈধ ঘোষণা পেয়েছে। অতীতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তারা সুষ্ঠু বিচার না পেলেও বর্তমানে তারা আইনি স্বীকৃতি পেয়েছেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা অবৈধভাবে ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা দখলে রেখেছেন। এসব দখলদারদের হাত থেকে ট্রাস্টটি মুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল ইহসান ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ ওসমান গণী, সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow