ভাঙ্গায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফান ওই গ্রামের মৃত হাতেম মুন্সীর ছেলে এবং কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আরফান তার লেখাপড়া শেষ করে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমের মধ্যেই তাকে একটি বিষধর সাপ দংশন করে। একপর্যায়ে অসুস্থ বোধ করলে সে পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে তোলে। দ্রুতই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তীব্র যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে পড়ে।
নিহতের চাচা ইমরান মুন্সি জানান, প্রথমে তারা পোষা বিড়ালের কামড় বলে ধারণা করেছিলেন এবং বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু আরফানের অবস্থা দ্রুত খারাপ হতে থাকলে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, আরফানকে বিড়াল নয়, বিষধর সাপ দংশন করেছে।
চিকিৎসক আরও জানান, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় এবং শরীরজুড়ে বিষ ছড়িয়ে পড়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, মেধাবী ছাত্র আরফান মুন্সির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






