জাতীয় নির্বাচনে ইসলামকে মাইনাস করার সুযোগ নেই

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 4, 2025 - 14:37
 0  2
জাতীয় নির্বাচনে ইসলামকে মাইনাস করার সুযোগ নেই

ফরিদপুর শহরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জেলা শাখার এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কামরুজ্জামান।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে উপেক্ষা করে কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এখানে দ্বিচারিতার কোনো স্থান নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক লোকমান মাজহারি এবং অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হুসাইন কাসেমী।

বক্তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১০৬ বছরের পুরোনো ইতিহাস তুলে ধরে বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি লড়াই-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, সংগঠনটি সর্বদা সত্যের পথে অবিচল থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ফরিদপুরে এমন একটি সফল কর্মী সম্মেলন আয়োজন করায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এটিকে সংগঠনের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক संकेत হিসেবে অভিহিত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জুবায়ের হোসেন, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেন, ফরিদপুর মহানগরের সভাপতি মাওলানা মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, বোয়ালমারী থানার সভাপতি মুফতি আমির হুসাইন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, নগরকান্দা থানার সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, আলফাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল্লাহ, মধুখালী থানার সাধারণ সম্পাদক মুফতি শাহেদ আলী এবং সালথা থানার সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ এবং ভাঙ্গার প্রতিনিধি আশরাফ আলী মাহমুদী।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুরের তিনটি আসনে জমিয়তের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ফরিদপুর-১ আসনের জন্য মুফতি জাকির হোসেন কাসেমী, ফরিদপুর-২ আসনের জন্য মুফতি মামুন আব্দুল কাসেমী এবং ফরিদপুর-৩ আসনের জন্য মুফতি কামরুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন। সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow