ফরিদপুরে ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুমের যাত্রা শুরু

ফরিদপুর শহরের আলীপুরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আসবাবপত্র প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের নতুন একটি শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের আলীপুর গোরস্থান সংলগ্ন নয়ন সুপার মার্কেটের তৃতীয় তলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার পথচলা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের পরিচালক শরিফুজ্জামান সরকার (রাজিব)। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বেল্ট ইনচার্জ ফিরোজ জামান, পরিদর্শক ফারুক ইয়াছিন এবং এরিয়া অফিসার মোঃ সৈকত।
এছাড়াও, ফরিদপুর শোরুমের স্বত্বাধিকারী নাসির উদ্দিন আহম্মেদ মিঠু, ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক খান এবং নয়ন সুপার মার্কেটের মালিক গোলাম আজম খান সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে ব্রাদার্স ফার্নিচারের ফরিদপুর শোরুমে সকল পণ্যের উপর বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে উন্নত ডিজাইন ও গুণগত মানের আসবাবপত্র ফরিদপুরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
What's Your Reaction?






