আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নগরকান্দা একাদশ চ্যাম্পিয়ন

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ
Oct 18, 2025 - 19:51
 0  4
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নগরকান্দা একাদশ চ্যাম্পিয়ন

ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। ১৮ অক্টোবর, শনিবার বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে চরমুকডোবা তরুণ সংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নগরকান্দা ফুটবল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ে এবং একের পর এক আক্রমণে জমে ওঠে ম্যাচ। অবশেষে নগরকান্দা একাদশ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এবং লিড নেয়। ব্যবধান দ্বিগুণ করে তারা জয় প্রায় নিশ্চিত করে ফেলে। খেলার শেষদিকে চরমুকডোবা তরুণ সংঘ একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নগরকান্দা একাদশের রক্ষণভাগ ভেদ করতে পারেনি।

বিজয়ের পর নগরকান্দা একাদশ টিমের পরিচালক হুদু মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, "নগরকান্দা একাদশ ফুটবল খেলে আজ বিজয়ী হয়েছে, এ বিজয় নগরকান্দাবাসীর বিজয়। আমাদের খেলোয়াড়রা আগামীতে জেলার বাইরে গিয়েও ফুটবল খেলে বিজয় উপহার দেবে। আমরা সেভাবে টিম গঠন করব।"

এই জয়ের ফলে নগরকান্দা এলাকায় আনন্দের বন্যা বইছে। সমর্থকরা খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছেন এবং এই বিজয়কে নগরকান্দার ফুটবলের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow