সাভারে ২৪ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানার তুলাতলী মুশুরীখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (৪২) এবং মোঃ আরিফ হোসেন (৩৫)। আলমগীর হোসেন সাভারের তুলাতলী মুশুরীখোলা এলাকার মৃত সামছুর আলীর ছেলে এবং আরিফ হোসেন একই থানার চাইরা এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তুলাতলী মুশুরীখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, বিকেল আড়াইটার দিকে মুশুরীখোলা থেকে তুলাতলীগামী পাকা রাস্তার পাশে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলমগীর হোসেনের বন্ধ দোকানের সামনে থেকে আলমগীর ও তার সহযোগী আরিফকে ২৪ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






