কারিগরি ত্রুটির পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ের কেপিএম, স্বস্তিতে শ্রমিক ও স্থানীয়রা
কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) পুনরায় উৎপাদনে ফিরেছে। এতে মিলের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেপিএম সূত্রে জানা যায়, কারখানার ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজে কারিগরি সমস্যার সৃষ্টি হলে কয়েকদিন ধরে কাগজ উৎপাদন বন্ধ রাখতে হয়। কাগজ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়, যা সম্পূর্ণভাবে কর্ণফুলী নদী থেকে উত্তোলন করা হয়। তবে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পর্যাপ্ত পানি উত্তোলনে জটিলতা দেখা দেয়।
পানি সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। পানি প্রবেশের পথ ম্যানুয়ালি খনন করা হয় এবং বালু উত্তোলনের পাইপলাইন ব্যবহার করে পানি উত্তোলন ব্যবস্থা আরও গভীরে সম্প্রসারণ করা হয়। এসব উদ্যোগের ফলে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুযায়ী কেপিএমকে মোট ৯১৫ মেট্রিক টন কাগজ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।
কেপিএম কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বাকি চাহিদার কাগজ সরবরাহ করা সম্ভব হবে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ