কাপ্তাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সরকারি সফর কাভার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার সাপছড়ি হেডম্যান কার্যালয়ে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বড়ইছড়ি মারমা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন— সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, একাত্তর টিভি ও দৈনিক মানবকণ্ঠের কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, এবং ডেইলি প্রেজেন্ট টাইম ও দোয়েল টিভির প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ রিপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিভাগীয় কমিশনারের সফর কাভার করতে মোটরসাইকেলে করে সাপছড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি গরুর বাছুর তাদের মোটরসাইকেলের সামনে চলে আসলে বাছুরটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পর উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু ও স্থানীয়রা দ্রুত আহত সাংবাদিকদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ ঘটনার পর উপজেলা প্রশাসনের সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আহত তিন সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ