ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্কঃ
Nov 3, 2025 - 22:41
Nov 3, 2025 - 22:46
 0  9
ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- ফরিদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তবে ফরিদপুর-১ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

দলীয় মনোনয়নের পর সংশ্লিষ্ট প্রার্থীদের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমর্থক ও কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফরিদপুর-২ আসনে প্রার্থী ঘোষণার পর শামা ওবায়েদ ইসলাম বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছরের বিএনপির আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের মানুষ বহু ত্যাগ-তিতিক্ষা সহ্য করেছে। আমিও সেই ত্যাগের একজন অংশীদার। যদি নির্বাচিত হই, তবে প্রয়াত বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।”

ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ফরিদপুরের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাআল্লাহ, দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের আস্থা অর্জন করব এবং বিজয় নিশ্চিত করব।”

এদিকে ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমাদের আসনে অনেক সিনিয়র ও অভিজ্ঞ নেতা ছিলেন। তবু দল আমাকে যে আস্থা দেখিয়েছে, তার মর্যাদা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ষড়যন্ত্র ও নানামুখী অপচেষ্টা সত্ত্বেও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের ভেতরে ও বাইরে একটি মহল এখনো নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত। তাই বিএনপি ও দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

ঘোষণার পর ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জানান, তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে এই প্রার্থী ঘোষণার মাধ্যমে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow