নীলটুলির বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুপদ কর্মকারের পরলোকগমন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 19, 2025 - 18:44
 0  3
নীলটুলির বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুপদ কর্মকারের পরলোকগমন

ফরিদপুর শহরের নীলটুলির বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকার (৫৩) আর নেই।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ২টা ৪৫ মিনিটে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল, পথেই তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম বিষ্ণুপদ কর্মকার ‘বিষ্ণু জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ রাত ৮টায় ফরিদপুর শহরের অম্বিকাপুর শ্মশানে।

এদিকে, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নীলটুলি স্বর্ণপট্টির সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া জেলার সব উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow