মাদক ব্যবসার অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে আগৈলঝাড়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল রূপান্তর-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নাজমুল হোসেন।
গত ১৭ অক্টোবর বরিশাল রূপান্তর অনলাইন পোর্টালে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রবাড়ি গ্রামের নাজমুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে শনিবার (১৮ অক্টোবর) রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুবদল নেতা নাজমুল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় জনগণের সহায়তায় বিপুল পরিমাণ মাদকসহ মাদকসম্রাট শাহাদাত হোসেন পিয়ুষকে আটক করে আমরা পুলিশের হাতে তুলে দিই। এ ঘটনার পর থেকে পিয়ুষ ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রতিশোধ নিতে তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।”
তিনি আরও জানান, ১২ অক্টোবর রাত ১০টার দিকে বাগধা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুহিদ হাওলাদারকে আস্কর বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় পিয়ুষের সহযোগী অশিষ হাওলাদার। পরে রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি ধরাধর দিঘীর পাড়ে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে নাজমুল হোসেনসহ আরও কয়েকজনের নাম জোর করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন শাহ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মিয়া, শফিকুল ইসলাম ফারুক আকন, রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদ মিয়া ও শাহজাহান হাওলাদারসহ আরও অনেকে।
নাজমুল হোসেন দাবি করেন, তিনি ও তার সহযোগীরা রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় প্রতিপক্ষ মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
What's Your Reaction?






