ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ালো থানচি বাজারের অগ্নিকাণ্ড

বান্দরবানের থানচি উপজেলার একমাত্র থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো বাজার এলাকা।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও ফায়ার লিডার পেয়ার মুহাম্মদ জানান, এরশাদ চনাচুর দোকানের স্বল্পমূল্যের বিদ্যুতিক তারের সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “থানচি বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের প্রবেশমুখ ও আশপাশে প্রায় ১০ থেকে ১২টি অবৈধভাবে গড়ে ওঠা পান, সিগারেট ও চনাচুরের দোকান রয়েছে। এসব দোকানে মিটারবিহীন নিম্নমানের ক্যাবল ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কয়েকটি দোকানে ২৪ ঘণ্টা লাইট জ্বালানো থাকায় শর্ট সার্কিট হয়ে এ দুর্ঘটনা ঘটে।”
উল্লেখ্য, থানচি বাজারে এর আগে ২০২০ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯টি দোকান ও ২০২২ সালে আরও ৬৫টি দোকান পুড়ে যায়, যাতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সল বলেন, “জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রবেশমুখে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু দোকানদাররা তা মানেননি। স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা রোধে বাজার এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
What's Your Reaction?






