বিজয়নগরে ২৫ বিজিবির বিশেষ অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”– এই মূলমন্ত্রকে ধারণ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী ও অভিযানে নিয়োজিত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে বিজিবির একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার উদ্দেশে যাত্রারত একটি পিকআপভ্যান চম্পকনগর এলাকায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে লুকিয়ে রাখা ১৫,১৯২টি মোবাইল ফোন ডিসপ্লে, ১০৭টি উন্নতমানের ভারতীয় কম্বল এবং সংশ্লিষ্ট পিকআপভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
এসব অবৈধ চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্যসহ সকল প্রকার অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?






