সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে চুরি: ২৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 19, 2025 - 20:11
 0  3
সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে চুরি: ২৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রক্ষিতপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনার ২৫ দিন পেরিয়ে গেলেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নাসরীন খানম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।

লিখিত অভিযোগে নাসরীন খানম (৪৫) জানান, তার ফুফাতো ভাই জাপান প্রবাসী মো. লস্কর ইমরান ও তার স্ত্রী মোছাঃ আকলিমা আক্তারের বসতবাড়িতে স্থানীয় কয়েকজনের সহায়তায় চুরির ঘটনা ঘটে। ২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে আকলিমা আক্তারের ঘরের তালা ভেঙে ১৬টি বৈদ্যুতিক ফ্যান, দুটি খাট, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা ও বৈদ্যুতিক তারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীরা—রেনু আক্তার, রাকিব হোসেন, মনির হোসেন, জাহানারা বেগম ও নয়ন—পূর্বে ওই বাড়িতে থেকে ঘর দেখাশোনার দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, তারাই মূল চাবির ডুপ্লিকেট তৈরি করে চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন।

নাসরীন খানম বলেন, “চুরির ঘটনা জানার পরই আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু ২৫ দিন পার হলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এতে আমরা ভীষণ হতাশ।”

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিদ জানান, “অভিযোগটি আগে অন্য এক কর্মকর্তার কাছে ছিল, বর্তমানে আমার কাছে তদন্তের দায়িত্ব রয়েছে। বাড়ির মালিক প্রবাসে থাকায় এবং কোনো কেয়ারটেকার না থাকায় ভেতরের অংশে এখনও তদন্ত করা সম্ভব হয়নি। তবে আজ দুপুরে বাড়ির একজন প্রতিনিধি আসবেন, তাকে সঙ্গে নিয়ে ভেতরের তদন্ত করা হবে। ইতোমধ্যে বাড়ির বাইরের অংশে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।”

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীর ফাঁকা বাড়িটি নজরদারির বাইরে থাকায় চুরির সুযোগ পেয়েছে চক্রটি। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow