থানচিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ ব্যবসায়ী আটক

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 20, 2025 - 11:35
 0  1
থানচিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ ব্যবসায়ী আটক

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের থানচি থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং লিটক্রে পাড়ার বাসিন্দা রুইহং ম্রো (৬০)। তাদের কাছ থেকে ৩০ রাউন্ড অ্যামুনিশন, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি মর্টারের গোলার বাক্স, দুটি মোবাইল ফোন এবং কৃষি ব্যাংকের একটি চেক বই উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (জি) এবং উপ-অধিনায়ক এডি মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্স গত শুক্র ও শনিবার মায়ানমার সীমান্তবর্তী বড় মদক অঞ্চলে দুই দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।

বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি মোঃ জাকির হোসেন জানান, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনী আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, "অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও তা চলমান থাকবে।"

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মায়ানমার সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান বৃদ্ধি পেয়েছে, যার প্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow