লামায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর ৯ সশস্ত্র সদস্য আটক

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Jun 20, 2025 - 15:53
 0  6
লামায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর ৯ সশস্ত্র সদস্য আটক

বান্দরবানের লামা উপজেলায় জেএসএস (মূল) এর ৯ সশস্ত্র সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) ভোরে আলীকদম সেনা জোনের একটি সাঁড়াশি অভিযানে লামার পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশে আলীকদম জোনের সেনা সদস্যরা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি।

আটক ব্যক্তিরা হলেন—আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে জেএসএস (মূল) এর হয়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিল।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—৪টি গাদা বন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ইলেকট্রিক তার।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের লামা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ বলেন, “পাহাড়ি এলাকার সাধারণ জনগণ যেন কোনোভাবেই সন্ত্রাসীদের চাঁদা না দেয়। কোনো গোষ্ঠী চাঁদা দাবি করলে সঙ্গে সঙ্গে সেনা জোনকে জানান।”

তিনি আরও জানান, “আলী কদম ও লামা এলাকায় চাঁদাবাজ ও অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সর্বদা তৎপর এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সূত্র জানায়, অভিযানের ফলে এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow