নারী ক্ষমতায়নের গোলে মুখরিত স্টেডিয়াম: বল পায়ে স্বপ্ন দেখছে থানচির কিশোরীরা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 13, 2025 - 18:44
 0  13
নারী ক্ষমতায়নের গোলে মুখরিত স্টেডিয়াম: বল পায়ে স্বপ্ন দেখছে থানচির কিশোরীরা

পাহাড়ের কোল ঘেঁষে থাকা বান্দরবানের থানচি উপজেলা আজ মেতেছে ফুটবলের উৎসবে। তবে এই উৎসব শুধু খেলার নয়, এ উৎসব নারী ক্ষমতায়নের, স্বপ্ন জয়ের। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবার থানচি মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে উপজেলা পর্যায়ের স্কুলভিত্তিক বালিকা ফুটবল প্রতিযোগিতা-২০২৫।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট-ফ্রান্সিস বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরীরা। টানটান উত্তেজনার এই ম্যাচে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যায়।

এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা 'ডিয়াকোনিয়া বাংলাদেশ'-এর অর্থায়নে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা 'বিএনকেএস'-এর বাস্তবায়নে "ইনশัวরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এথনিক হিলি ওমেন ইন বান্দরবান" প্রকল্পের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হলো, খেলাধুলার মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও লিঙ্গ সমতার বার্তা ছড়িয়ে দেওয়া।

তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রীড়াপ্রেমী অগণিত দর্শক।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ আগামী ১৫ আগস্ট, শুক্রবার অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা উপভোগ করার জন্য তারা সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের খেলায় সেরা খেলোয়াড়কে অতিথিরা পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow