থানচিতে তামাক চাষ নিরুৎসাহিতকরণে কৃষি বিভাগের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 4, 2025 - 16:35
 0  18
থানচিতে তামাক চাষ নিরুৎসাহিতকরণে কৃষি বিভাগের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

বান্দরবানের থানচি উপজেলায় ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে বিকল্প ফসল উৎপাদনে আগ্রহী করতে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা কৃষি বিভাগ। "মিষ্টি কুমড়ার চাষ করুন, নিরাপদ সবজি ঘরে তুলুন; তামাক চাষে নিরুৎসাহিত হোন, সুস্থ শরীর গঠন করুন" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার, ৪ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটু চট্টোপাধ্যায়, পল্লী সঞ্চয় ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিদ দে, টুটন ভট্টাচার্য, উওয়াইমং মারমা, উত্তম মারমা ও মংচপ্রু মারমা প্রমুখ।

বক্তারা বলেন, তামাক চাষ শুধু জনস্বাস্থ্যের জন্যই মারাত্মক হুমকি নয়, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তারা তামাক চাষের বহুবিধ নেতিবাচক দিক তুলে ধরেন:

তামাকের ব্যবহার অকাল মৃত্যু, ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টের মতো ভয়াবহ রোগের মূল কারণ। তামাক চাষে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক ও সার মাটির উর্বরতা নষ্ট করে। এছাড়া, তামাক পাতা শুকাতে প্রচুর জ্বালানি কাঠের প্রয়োজন হওয়ায় বন উজাড় হচ্ছে।

তামাক চাষ অত্যন্ত ব্যয়বহুল এবং এর বাজারদর অস্থিতিশীল। ফলে কৃষকরা প্রায়শই বিভিন্ন কোম্পানির কাছে ঋণের জালে আটকা পড়েন।

তামাকের বদলে উর্বর জমিতে খাদ্যশস্য চাষ করা হলে দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, শুধু তামাক চাষ বন্ধের নির্দেশ দিলেই হবে না, কৃষকদের জন্য বিকল্প আয়ের টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারি কৃষি ভর্তুকি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার ও কৃষি বিভাগ কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে:

তামাকের বিকল্প হিসেবে সবজি, ডাল, ভুট্টা, ফল, তুলা ও সরিষার মতো লাভজনক ফসল চাষের জন্য সরাসরি ভর্তুকি প্রদান এবং উচ্চমানের বীজ, সার ও কীটনাশক ক্রয়ে সহায়তা।

কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি, সেচ ব্যবস্থা এবং ফসল সংরক্ষণ ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

বিকল্প ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ফসল ক্রয় এবং সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল বলেন, "তামাক চাষ নিরুৎসাহিতকরণ এবং কৃষি ভর্তুকির সঠিক বিতরণ একে অপরের পরিপূরক। শুধু নিষেধাজ্ঞা আরোপ করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই একটি সমন্বিত ও টেকসই কৌশলের মাধ্যমে আমরা কৃষক ও দেশের অর্থনীতিকে তামাকের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করে একটি স্বাস্থ্যকর ও উৎপাদনশীল কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow