বান্দরবানে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন প্রভাষক রিপন চক্রবর্তী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলার যুগ্ম-সমন্বয়ক প্রভাষক রিপন চক্রবর্তী।
মঙ্গলবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব দেশের বিভিন্ন আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে বান্দরবান আসনে প্রভাষক রিপন চক্রবর্তীর নাম ঘোষণার পর জেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়ন ঘোষণার পর বান্দরবানের থানচি, লামা ও রুমা উপজেলাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। বিশেষ করে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা এবং জেলা সমন্বয়ক মির্জানুর রহমানের সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জেলা প্রধান সমন্বয়ক মির্জানুর রহমান মির্জান বলেন, “নির্বাচনে জয়লাভ করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিবসহ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনাই হবে আমাদের মূল পথনির্দেশ।”
এদিকে বান্দরবান আসনে এবার আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায়, গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা মনে করছেন—প্রভাষক রিপন চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত ভোটারদেরও সমর্থন পাবেন। ফলে তারা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
এ আসনে ইতিমধ্যে আরও কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন জনসংহতি সমিতির সমর্থিত কেএসমং মারমা, নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম ও বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।
রাজপুত্র হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর প্রার্থিতা বান্দরবানের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ