রোয়াংছড়িতে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) উপজেলার আমতলি পাড়ার নবনির্মিত বৌদ্ধ বিহার ভবনে এই সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রোয়াংছড়ি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পুহ্লাঅং মারমাকে আহ্বায়ক এবং জমিন্দ্র তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব করে ৯০ বিশিষ্ট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হামাজন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংসাপ্রু চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন, শৈক্যসিং মারমা, বিপ্লব চাকমা ও আ.ছা.ই.ম. সায়েম হোসেন। এছাড়া রোয়াংছড়ি উপজেলা এনসিপি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বয়থাং বম, যুগ্ম আহ্বায়ক লোয়াইনুমং মারমা এবং সাংগঠনিক সম্পাদক হ্লামং মারমাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ