থানচিতে ৬৪২ দুস্থ পরিবারের মাঝে খাদ্যবান্ধব চাল বিতরণ
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬৪২টি দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। তালিকাভুক্ত কার্ডধারী প্রতি পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জুমচাষসহ রবি ফসল কাটার সময়ের কথা বিবেচনায় রেখে পাঁচ মাসের জন্য এই খাদ্যবান্ধব চাল বিতরণ করা হচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে থানচি বাজারে সরকারি অনুমোদিত ডিলার মো. নেয়াজুর রহমানের গুদাম প্রাঙ্গণে এসব চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জাতীয় দুর্যোগ মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে বরাদ্দ দেওয়া হয়, যার বাস্তবায়ন করে থানচি সদর ইউনিয়ন পরিষদ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার ও সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমিন উল্লাহ, ইউপি সদস্য হ্লাহ্লায়ি মারমা, নুচিংপ্রু মারমা, রিংকো ম্রো, ডেভিট ত্রিপুরা ও মেখয় মারমা প্রমুখ।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ