পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস জব্দ ও জরিমানা আদায়
পিরোজপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন এবং জব্দকৃত মাংসগুলো পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মো. রাজা (৩৫)। সে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা এবং সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মো. রুস্তমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজার নির্দেশে রাতের অন্ধকারে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন রাজা ও তার লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিষয়টি যাচাই করে প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে উপস্থিত জনতার সামনে বিনষ্ট করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ অফিসের চিকিৎসক ওলিউল্লাহ বলেন, ভোররাতে রাজা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি গিয়ে গর্ভবতী গরুটির প্রসব করাই। মৃত বাচ্চা প্রসবের পর দেখি মা গরুর একটি পা সম্পূর্ণ পচে গেছে। এটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল এবং কোনোভাবেই এই মাংস মানুষের খাবার উপযোগী নয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় মাংস কেনাবেচায় সবাইকে সচেতন থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ