অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ
বান্দরবানের থানচি উপজেলার বলীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও সান্ত্বনা জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান মালিককে নগদ ২৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানচি উপজেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়ক সিয়াম ম্রো, সংগঠনের নেতা উথোয়াইওয়ান মারমা ও উসাইশৈ মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বিএনপি নেতা মংম্যাসিং মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাফর আহম্মদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা।
পরিদর্শন শেষে অ্যাডভোকেট উবাথোয়াই মারমা বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।” তিনি আরও জানান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রতি দোকান মালিককে ১০ হাজার টাকা ও দুই বান করে ঢেউটিন দ্রুত প্রদান করা হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের তৎপরতা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ