থানচিতে সীমান্ত সড়কে জিপ উল্টে চালক নিহত, তিন সন্তান নিয়ে দিশাহারা স্ত্রী
বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম লিটক্রে সড়কে জিপ গাড়ি উল্টে উশৈপ্রু মারমা (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত উশৈপ্রু মারমা রাঙামাটি জেলার বেতবুনিয়া এলাকার সাবমারা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে নিজ বাড়ি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বান্দরবানের এই দুর্গম সীমান্তে কাজ করতেন তিনি।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উশৈপ্রু মারমা তার চালিত পুরনো জিপ গাড়িটি নিয়ে লিটক্রে সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত থানচি সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে থানচি সীমান্ত সড়ক নির্মাণ কাজের ঠিকাদার সুজন দাশের মাধ্যমে এই এলাকায় এসেছিলেন উশৈপ্রু। সেই থেকে গত কয়েক বছর ধরে দুর্গম পাহাড়ি পথেই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। কেবল বর্ষাকালে কয়েক মাসের জন্য বাড়িতে যেতেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে উশৈপ্রু মারমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী হ্রাশৈউ মারমা এখন তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলে—নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের বড় মেয়ে মেওযাইন মারমা সাবমারা পাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, ছেলে ক্যথোয়াইচিং মারমা প্রথম শ্রেণিতে পড়ে এবং ছোট মেয়ের বয়স মাত্র দেড় বছর।
স্বামীর মৃত্যুতে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী হ্রাশৈউ মারমা বলেন, “আমার স্বামীই ছিল সংসারের সব। এখন এই ছোট বাচ্চাদের নিয়ে আমি কীভাবে বাঁচব, জানি না।”
সাবমারা গ্রামের প্রধান চিংথোয়াইউ কারবারী বলেন, “নিহত চালকের পরিবারটি অত্যন্ত দরিদ্র। তার আয়ের ওপরই পুরো সংসারটি নির্ভরশীল ছিল। এখন শিশু সন্তানদের পড়ালেখা, খাবার ও চিকিৎসা নিয়ে গভীর সংকটে পড়েছে পরিবারটি।”
এদিকে, এলাকাবাসী ও সচেতন মহল নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দুর্গম সড়কগুলোতে যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ