থানচিতে ১৫০ কৃষকের মাঝে শীতকালীন ভোজ্য তেলের বীজ ও সার বিতরণ
বান্দরবানের পাহাড়ি উপজেলা থানচিতে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন ভোজ্য তেল উৎপাদনের লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন, অড়হর ও বোরো ধানসহ বিভিন্ন রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫”–এর প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’–এর অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.কে. জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) লিটু চট্টোপাধ্যায়, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিদ দে, টুটন ভট্টাচার্য, উওয়াইমং মারমা, উক্তম মারমা ও মংচপ্রু মারমা প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৬০ জন সরিষা চাষিকে প্রত্যেকে ১ কেজি বীজ ও ২০ কেজি সার (ডিএপি ও এমওপি), ফেলন চাষি ২০ জনকে ৭ কেজি বীজ ও ১৫ কেজি সার, সূর্যমুখী চাষি ২০ জনকে ২০ কেজি বীজ ও ২০ কেজি সার, অড়হর চাষি ৪০ জনকে ২ কেজি বীজ ও ১০ কেজি সার, চিনাবাদাম চাষি ১০০ জনকে ১০ কেজি বীজ ও ১৫ কেজি সার, এবং বোরো ধান চাষি ২০ জনকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার করে প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, সরকারের এ ধরনের সহায়তা তাদের শীতকালীন ফসল উৎপাদনে উৎসাহ ও প্রেরণা যোগাবে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ