সাভারে দুই ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে দুই ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটের দিকে সাভার থানার আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব, সংগীয় কর্মকর্তা ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম (২৬) ও মোঃ নয়ন মিয়া (২৪)।
গ্রেফতার জাহাঙ্গীর আলমের স্থায়ী ঠিকানা গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী এলাকায়। তিনি মৃত মকবুল রহমান ও লায়লী বেগমের পুত্র। বর্তমানে তিনি সাভারের আমিনবাজার বেগনবাড়ির টেক এলাকার নুরু মহাজনের বাড়িতে ভাড়া থাকতেন। অপরদিকে, মোঃ নয়ন মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর এলাকার রুহুল আমিন ও নুর নাহার বেগমের পুত্র। তিনি বর্তমানে আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় সফুর আলীর বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং-৭৪, তারিখ ১৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ