যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কে রাজনৈতিক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৪টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের ভিভিআইপি গেটে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলটির দুইজন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের আমির ও সেক্রেটারিগণ। আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ভিভিআইপি গেট প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের উপস্থিতিতে। তারা ‘নারায়ে তাকবির’ ধ্বনিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে ভিভিআইপি গেটে এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্রের চারটি শহর, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল এবং তুরস্কের ইস্তাম্বুলে সরকার, বেসরকারি সংস্থা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছি। প্রবাসীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেছি এবং তাদের আশ্বস্ত করেছি—জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রবাসীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, গত ১ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হয়েছেন। তার পুনর্নির্বাচন ও দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও গভীর উচ্ছ্বাস।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ