বান্দরবানের রুমায় প্রবারণা পূর্ণিমা: ফানুসের আলোয় রঙিন পাহাড়

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 7, 2025 - 20:27
 0  26
বান্দরবানের রুমায় প্রবারণা পূর্ণিমা: ফানুসের আলোয় রঙিন পাহাড়

বান্দরবানের রুমা উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব 'মাহা ওয়াগ্যেয়াই পোয়ে' বা প্রবারণা পূর্ণিমা বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। রঙিন ফানুসে সেজেছে রাতের আকাশ, আর নানা সাজসজ্জায় মুখরিত পাহাড়ি জনপদগুলোতে নেমেছে উৎসবের আমেজ। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে এই উৎসব পালন করা হয়।

স্থানীয় সূত্র মতে, চার দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব গত ৬ অক্টোবর শুরু হয়েছে এবং ৮ অক্টোবর সমাপ্ত হবে। উৎসবকে কেন্দ্র করে রুমা উপজেলার প্রতিটি বৌদ্ধ পাড়া ও বিহারে চলছে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পিঠা তৈরি এবং ফানুস উড়ানো। রুমা উপজেলা কেন্দ্রীয় দেব বৌদ্ধ বিহার, বটতলী পাড়া, ময়ুর পাড়া, পলি পাড়া, আমতলী পাড়া, ছাইপো পাড়াসহ চারটি ইউনিয়নের ৫৮টি বৌদ্ধ বিহারে একযোগে এই আনন্দ উৎসব পালিত হচ্ছে। যুবক-যুবতীরা ফানুস ও আলোকসজ্জার পাশাপাশি নানা রকম পিঠা তৈরি এবং ঐতিহ্যবাহী সাজসজ্জায় মেতে উঠেছে। সন্ধ্যার পর থেকেই পুরো পাহাড়ি আকাশ রঙ-বেরঙের ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠছে।

উৎসবের তৃতীয় দিনে, মঙ্গলবার, রুমার চান্দা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। পাইন্দূ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, মৌজা হেডম্যান ছামংউ মারমা, লুপ্রু মারমা, মংচাউ মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পাড়াবাসী।

এই উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং নিয়াংক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহার ও রুমা কেন্দ্রীয় দেব বৌদ্ধ বিহারও পরিদর্শন করেন। সেখানে তিনি প্রবারণা পূর্ণিমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং বিহারগুলোর জন্য অনুদান প্রদান করেন।

বুধবার (৮ অক্টোবর), উৎসবের সমাপনী দিনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিন্ডচারণ, পিন্ডদান, বুদ্ধ পূজা, ফলমূল উৎসর্গ, ফানুস উড়ানো, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন। এছাড়াও, ভিক্ষু সংঘদের ধর্মদেশনা এবং একটি মনোজ্ঞ ঐতিহ্যবাহী 'পাংখু' সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব- ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছর মারমা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রাটি রুমা জুড়ে এক মিলনমেলায় পরিণত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই রথযাত্রা প্রতি বছরই আনন্দ ও সম্প্রীতির এক অনন্য প্রতীক হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow