লামায় কৃষক পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) আশ্রাফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতামুহুরি কলেজের প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খাঁ, লামা প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সমবায় অফিসার মোঃ মীরজাদা, লামা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল্লাহ, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার গোপন কান্তি চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে কৃষি উৎপাদন ব্যবস্থাপনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, কৃষক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমবায়ের মাধ্যমে সঞ্চয়ী হওয়ার উপর গুরুত্ব দিয়ে সমবায় অফিসার বলেন, সঞ্চয়ের মাধ্যমে সবাই উন্নতি করতে পারেন। কৃষি সম্প্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলায় ১৯টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়। কীভাবে কৃষক পার্টনার স্কুল করে সমবায় ভিত্তিক তহবিল গঠন করে আর্থিক সংকট নিরসন এবং কৃষি উপকরণ ব্যবহার করে উন্নয়ন করা যায়, এসব বিষয়ে অনুষ্ঠানে রূপসিপাড়া হৃদয় মাস্টারপাড়া স্কুল সভানেত্রী লাখী বড়ুয়া ও গজালিয়া খৃজ্জানুনাপাড়া সভাপতি জসিম উদ্দিন কৃষি কংগ্রেস পার্টনার স্কুলের মাধ্যমে অর্জন ও ইতিবাচক ধারণা উপস্থাপন করেন।
What's Your Reaction?






