সদরপুরে স্কুলছাত্রীর যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 10, 2025 - 17:31
 0  6
সদরপুরে স্কুলছাত্রীর যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন সহকারী শিক্ষক মো. রইজ মাস্টারকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় মৌখিক ও শারীরিকভাবে হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

শেষমেশ নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

ওসি নাজমুল হাসান বলেন, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow