পাহাড়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 16, 2025 - 17:23
 0  7
পাহাড়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রয় মারমা এই আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বান্দরবান-৩০০ আসনটি দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ঙা:খুম পাথর এলাকায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিকে "সংকটময়" হিসেবে উল্লেখ করে তিনি সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে জোরালো আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শ্রদ্ধা জ্ঞাপন ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত এই সভায় মংশৈম্রয় মারমা বলেন, "দেশের এই সংকটময় সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে।" থানচি উপজেলা ও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন্দু ইউনিয়ন বিএনপি'র সভাপতি শৈবাথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, ২০২২ সালের রেমাক্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী চসিংমং মারমা, তিন্দু ইউপি সদস্য ও যুবদল নেতা উহ্লামং মারমা এবং সাবেক ইউপি সদস্য হ্লাথোয়াইচিং মারমা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বনভোজন শেষে মংশৈম্রয় মারমা উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow