পাহাড়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রয় মারমা এই আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বান্দরবান-৩০০ আসনটি দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ঙা:খুম পাথর এলাকায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিকে "সংকটময়" হিসেবে উল্লেখ করে তিনি সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে জোরালো আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রদ্ধা জ্ঞাপন ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত এই সভায় মংশৈম্রয় মারমা বলেন, "দেশের এই সংকটময় সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে।" থানচি উপজেলা ও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিন্দু ইউনিয়ন বিএনপি'র সভাপতি শৈবাথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, ২০২২ সালের রেমাক্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী চসিংমং মারমা, তিন্দু ইউপি সদস্য ও যুবদল নেতা উহ্লামং মারমা এবং সাবেক ইউপি সদস্য হ্লাথোয়াইচিং মারমা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বনভোজন শেষে মংশৈম্রয় মারমা উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
What's Your Reaction?






