রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 18, 2025 - 19:39
 0  5
রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২০ জন ফুটবল খেলোয়াড়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চলমান সেনা রিজিয়ন ফুটবল কাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এসময় তিনি বলেন, "সেনা রিজিয়ন ফুটবল কাপ টুর্নামেন্ট চলছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা খালি পায়ে খেলুক। তাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং খেলার প্রতি আরও উৎসাহিত করতেই এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।" তিনি আরও বলেন, "তরুণ প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে খেলার মাঠমুখী করাই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথেয়াইঅং মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। এছাড়াও রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্রীড়ামোদী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা উপজেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল, জার্সি, বুটসহ খেলার বিভিন্ন সরঞ্জাম ছিল। এই উদ্যোগের ফলে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow