থানচি-রুমা সীমান্তে বম পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনীর মানবিক সহায়তা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 18, 2025 - 17:58
 0  3
থানচি-রুমা সীমান্তে বম পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনীর মানবিক সহায়তা

বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তে সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (KNF) আতঙ্কে ভারতে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠীর ২৫টি পুনর্বাসিত পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) সকালে রুমা উপজেলার সীমান্তবর্তী বাকলাই বম পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি করে লবণ, তেল, আলু, ডাল ও পেঁয়াজ দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধও সরবরাহ করে সেনাবাহিনী।

বম জনগোষ্ঠীর দাবি, ২০২১-২২ সালে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী KNF সন্ত্রাসীদের তৎপরতায় অন্তত ১৩টি গ্রাম থেকে প্রায় ৪৪৬ পরিবারের প্রায় তিন হাজার মানুষ মিজোরাম ও দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যান। সেনা সহায়তায় ২০২৩ সালে দেড় শতাধিক পরিবার ফিরে আসে।

এরপর ২০২৪ সালে KNF-র ডাকাতির ঘটনায় ফের আতঙ্কে থানচি-রুমা সীমান্তের দেড় শতাধিক পরিবার চলে যায়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মিজোরাম থেকে ২৫ পরিবারসহ মোট ১০২টি পরিবার ফিরে এসেছে। তাদের মধ্যে সর্বশেষ ফিরে আসা ২৫ পরিবারকে পুনর্বাসন সহায়তা দেয় সেনাবাহিনী।

বাকলাই পাড়ার প্রধান থংলিয়ান বম বলেন, “সঠিক সময়ে জুম করতে না পারায় আমরা মানবেতর জীবন যাপন করেছি। সেনাবাহিনীর সহায়তায় এখন আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছি।”

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক জানান, পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখার দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত।

সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেয় বাকলাই পাড়া সেনা সাবজোন ক্যাম্প। সেনাবাহিনীর এ সহযোগিতা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্বাসিতদের জীবনমান উন্নয়নে নতুন আশার আলো জাগিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow