ক্যাডেট কলেজের ঈর্ষণীয় সাফল্য: এসএসসি ২০২৫-এ ৫৭১ জনের জিপিএ-৫

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 10, 2025 - 23:17
 0  8
ক্যাডেট কলেজের ঈর্ষণীয় সাফল্য: এসএসসি ২০২৫-এ ৫৭১ জনের জিপিএ-৫

বাংলাদেশের শিক্ষাঙ্গনে আরেকটি গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দেশের ক্যাডেট কলেজসমূহ। এসএসসি ২০২৫ পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭১ জনই অর্জন করেছেন জিপিএ-৫। শতভাগ পাসের পাশাপাশি ৯৯.১৩ শতাংশ শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করে এই সাফল্যকে করেছে ঈর্ষণীয়।

গত বছরের তুলনায় সামান্য হ্রাস পেলেও (২০২৪ সালে জিপিএ-৫ ছিল ৯৯.৬৭%) ফলাফলের ধারাবাহিকতা এবং গুণগত মানে কোনো ঘাটতি ছিল না বলে মত দিয়েছে সংশ্লিষ্ট মহল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল শিক্ষাব্যবস্থায় শ্রেষ্ঠত্ব অর্জন নয়, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক গড়ে তোলা।

এই সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেটদের কঠোর পরিশ্রম, সুসংগঠিত শিক্ষা পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা এবং প্রতিষ্ঠানগুলোর আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ কাঠামো। নিয়মিত পাঠদান, সহ-শিক্ষা কার্যক্রম ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দিয়ে ক্যাডেট কলেজসমূহ যুগোপযোগী নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের কার্যকর দিকনির্দেশনা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ফলাফলও পরিণত হয়েছে একটি অনন্য মাইলফলকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow