পাহাড়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখল কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ

পাহাড়ি জনপদে এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। তিন পার্বত্য জেলার ফলাফল বিশ্লেষণ করে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও বাণিজ্য শাখা মিলিয়ে মোট ১০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ পাসের হার শতভাগ। এদের মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন।
উল্লেখযোগ্য এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
What's Your Reaction?






