কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 2, 2025 - 19:27
 0  15
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর বুকে বর্ণাঢ্য নৌ-র‌্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৮টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা এনে কর্ণফুলী নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব।

বিজয়া দশমীর এ মহাসময়ে হাজারো ভক্তের জয়ধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে নদীর দুই তীর মুখরিত হয়ে ওঠে। প্রতিমা বিসর্জন দেখতে কর্ণফুলী নদীর দু’পাড়ে উপচে পড়ে মানুষের ঢল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দে শরিক হয়। এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে স্বামীগৃহে ফিরে যান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশীদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, কাপ্তাই উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব লোটাস ভট্টাচার্যসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক জগদীশ দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য।

এর আগে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিবু জলদাসের অনবদ্য ঢোলবাদন, নৃত্য ও গানের ঝংকারে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow