সড়ক দুর্ঘটনায় নিহত বোয়ালমারীর রাজিবের লাশ দেশে ফিরেছে

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদপুরের বোয়ালমারীর রাজিব শিকদারের মৃতদেহ ২০ দিন পরে দেশে ফিরে এসেছে। নানা জটিলতা পেরিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজিবের লাশ তার বাড়ি গুনবহা গ্রামে পৌঁছায়।
লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল পরিবার ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। মৃতদেহের সামনে মাতৃবেদনায় মমতাজ বেগম একমাত্র ছেলের কফিনের পাশে পড়ে যান, এবং পুরো গ্রামের আকাশ-বাতাস যেন শোকের ছায়ায় ভারী হয়ে ওঠে।
রাজিব শিকদার শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে। পিতার দুটি সংসার থাকায় মাকে নিয়ে পার্শ্ববর্তী গুনবহাতে ছিলেন রাজিব। পরিবারের একমাত্র ছেলে রাজিব চার মাস আগে বৃদ্ধ পিতামাতা ও অসচ্ছল পরিবারের জন্য ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় ওয়ার্কার ভিসায় পাড়ি জমান। সেখানেই তিনি কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন, সাথে আরও তিন বাংলাদেশী।
রাজিবের লাশ দেশে ফিরে এসে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক প্রফেসর মাওলানা আব্দুল জব্বার। পরবর্তীতে তাকে ছোলনা গোরস্থানে দাফন করা হয়।
জানাজার সময় অংশ নেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্যা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।
ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামও রাজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
What's Your Reaction?






