নগরকান্দায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিনের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। আয়োজক সৈয়দ শাহিনুজ্জামান শাহিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো। তাঁর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি। তিনি সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আবারও নেতৃত্ব দিতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
এ সময় নেতাকর্মীরা ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিজয়ের জন্যও দোয়া করেন এবং উপস্থিত সকলের কাছে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সম্মিলিত প্রার্থনার সুরে এলাকা জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ