ফরিদপুরে নদীতে ডুবে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় কুমার নদীতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দাদি ও তাঁর দুই নাতি। নিখোঁজ থাকার প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভেসে ওঠে শিশু সোয়াদ (৭)-এর মরদেহ।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়ার স্থানের কাছেই বাঁশঝোপের পাশে ভেসে উঠতে দেখা যায় সোয়াদের মরদেহ। পরে স্থানীয়রা তা উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে সোয়াদের দাদি মালেকা বেগম (৬০) এবং চাচাতো ভাই তৌসিফের (৮) মরদেহ ভেসে ওঠে।
নিহতরা হলেন—পশ্চিম ভাসানচর গ্রামের বেলাল উদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬০) এবং তাঁর দুই নাতি তৌসিফ (৮) ও সোয়াদ (৭)। তৌসিফের বাবা জহিরুল ইসলাম তোতা মৃধা এবং সোয়াদের বাবা শরিফউদ্দিন মৃধা। দুই শিশু স্থানীয় ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ভাসানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী জানান, ফজরের নামাজের পর থেকেই স্থানীয়রা সোয়াদের মরদেহ খুঁজতে থাকেন। অবশেষে সকাল সাড়ে ৮টার দিকে ভেসে ওঠে তার নিথর দেহ।
আজ বাদ জুমা দাদি ও দুই নাতির জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
What's Your Reaction?






