আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ বসত ভিটিতে ঘর নির্মাণের চেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বিরোধপূর্ণ বসতভিটিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ বসতভিটিতে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে ঐ এলাকার মেছের আলীর ছেলে আবুল শেখ ও বাবুল শেখের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবানু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসী শামীম হোসেন আটপাড়া মৌজার আরএস ৩৮ নং খতিয়ানের ১০৫৪ দাগের ৫৮ শতাংশ সম্পত্তি হতে সোয়া ১০ শতাংশ বাড়ীর সম্পতি ক্রয় সুত্রে মালিক হন। ঐ সম্পত্তি প্রতিবেশী আবুল শেখ ও বাবুল শেখদ্বয় জোড় পূর্বক জবর দখল করার পায়তারা চেষ্টা করে আসছে।
পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানীতে আদালতে পিটিশন মামলা নং-৩৩৫/২৫ ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ দায়ের করেন। এতে থানা পুলিশ নালিশী সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য লিখিত নোটিশ প্রদান করেন এবং ধার্য্য তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিতসহতে বলেন। শুক্রবার সকাল থেকেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী সম্পত্তিতে আবুল শেখ, বাবুল শেখ, শিল্পী বেগম ও শফিকুল শেখগং অজ্ঞাতনামা ৫/৬ জন কাঠ মিস্ত্রি নিয়ে জোড় পূর্বক একটি টিনের ঘর নির্মানের করছেন। এসময় ভুক্তভোগীসহ পরিবারের লোকজন বাধা নিষেধ করলে আবুল শেখগং তাদেরকে মারধর করতে তেড়ে আসে এবং খুন জখম করবে বলে হুমকি করেন।
এব্যাপারে অভিযুক্ত আবুল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি আমি ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখলে আছি। আমি যতটুকুর মধ্যে বসবাস করে আসছি এবং সেখানে একটি ঘর তুলছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর জানান, ঐ জায়গা একই দাগের এজমালী সম্পত্তি। এখনও সীমানা নির্ধারণ করা হয় নাই। আবুল শেখ তার বসত করা জায়গা ঘর তুলছেন।
শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, আমি উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি এবং মৌখিকভাবে কাজ না করার জন্য বলেছি।
What's Your Reaction?






