সদরপুরের বাকপুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের ভিড়

ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকালে উপজেলার বাকপুরা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এ মানবিক কার্যক্রম।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পটি চলাকালে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। চিকিৎসা নিতে আগ্রহীরা সকাল ৯টা থেকেই উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।
ঢাকা থেকে আগত আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।
এদের মধ্যে ছিলেন মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞরা।
এ মহতী উদ্যোগে সহযোগিতা করেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু।
আয়োজকরা জানিয়েছেন, অসহায় মানুষের পাশে থাকতে ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
What's Your Reaction?






