ফরিদপুরে দুর্গাপূজায় তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 30, 2025 - 19:31
 0  4
ফরিদপুরে দুর্গাপূজায় তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবারের পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলেছে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী।

নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসারসহ অন্যান্য সংস্থার সদস্যদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ পোশাকে যেমন দায়িত্ব পালন করছেন, তেমনি সাদা পোশাকেও অবস্থান করছেন বিভিন্ন পূজা মণ্ডপে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বাস মালিক গ্রুপের আয়োজনে এক পূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “দুর্গাপূজাকে ঘিরে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ যদি পূজা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এজন্য সাংবাদিকসহ সমাজের সব শ্রেণির মানুষকেই এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টাতেই দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”

সংবাদ সম্মেলন শেষে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow