ফরিদপুরে কিশোরী গণধর্ষণে ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 11, 2025 - 18:05
 0  4
ফরিদপুরে কিশোরী গণধর্ষণে ২ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. সজীব শেখ (২৬) এবং একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২৫)।

১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)। অপরাধ সংঘটনের সময় ইয়াসিন শিশু হওয়ায় শিশু আইন অনুযায়ী তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে ভুক্তভোগী কিশোরী তার পরিবারের সঙ্গে বসে টিভি দেখছিল। রাত সাড়ে ৯টার দিকে সে হাত-মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে গেলে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তারা ইচ্ছার বিরুদ্ধে কিশোরীটিকে ধর্ষণ করে এবং মুখ বেঁধে পাশের একটি বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর সাড়া না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন এবং তাকে বাড়ির পাশে আহত অবস্থায় উদ্ধার করেন। তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০১৮ সালের ২ আগস্ট আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ৭ বছর পর এই রায় ঘোষণা করা হলো।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এই রায়টি ধর্ষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সমাজে ইতিবাচক বার্তা দেবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow